ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ১১ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জানুয়ারি ৯, ২০২০
প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু ১১ জানুয়ারি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ১১ জানুয়ারি (শনিবার)।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা সিটি করপোরেশন উত্তরের রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১১ জানুয়ারি সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ শুরু হবে।

চলবে ২৬ জানুয়ারি (রোববার) পর্যন্ত।  

উত্তর সিটি করপোরেশনে প্রায় ৩০ হাজার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ নেবেন।

এবারের উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ৩০ লাখ ৮ হাজার ৮৬৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৩৭টি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।