ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

শুক্রবার প্রচারাভিযান নামবেন সিপিবি প্রার্থী রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, জানুয়ারি ১০, ২০২০
শুক্রবার প্রচারাভিযান নামবেন সিপিবি প্রার্থী রুবেল মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সিপিবির কেন্দ্রীয় সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এ প্রচারণার উদ্বোধন করবেন।

এসময় সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহউদ্দিন, প্রধান নির্বাচনী এজেন্ট কমরেড আহসান হাবীব লাবলুসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

সকালে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সিপিবি  আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।