ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ঢাকাকে মানবিক শহরে রূপান্তরিত করা হবে: ডা. রুবেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, জানুয়ারি ১২, ২০২০
ঢাকাকে মানবিক শহরে রূপান্তরিত করা হবে: ডা. রুবেল

ঢাকা: ঢাকায় বসবাসকারী নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে দুই কোটি মানুষের এ মহানগরকে মানবিক শহরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল)।  

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মোহাম্মাদপুর টাউন হল ও বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন।

ডা. সাজেদুল হক রুবেল বলেন, আমরা নির্বাচিত হলে শ্রমজীবী, নিম্ন আয়ের সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করবো।

ঢাকার নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে দুই কোটি মানুষের এ মহানগরকে মানবিক শহরে রূপান্তরিত করা হবে। সচল, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকার জন্য নগর সরকার প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই।  

এর আগে সকাল থেকেই মোহাম্মাদপুর টাউন হল, ইকবাল রোড, লালমাটিয়া এলাকায় কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ডা. রুবেল।

এসময় উপস্থিত ছিলেন সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক এবং প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা লুনা নূর, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, আসলাম খান, নির্বাচন পরিচালনা কমিটির নেতা জামাল হায়দার, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, যুব ইউনিয়ন নেতা শিমুল খান প্রমুখ।  

এছাড়াও সকালে সেনপাড়া ভিশন মোড়, পুলপাড়, কাজীপাড়া, ইব্রাহীমপুর, উত্তর কাফরুল, বাড্ডা, খিলগাঁও, রামপুরা, গোড়ান, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন কাস্তে মার্কার সমর্থকেরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।