ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে  মিরপুরের ১৪নং ওয়ার্ডের সবগুলো কেন্দ্র  থেকে এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ডিএনসিসির ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন দুলাল এ অভিযোগ করেন।  

বাংলানিউজকে তিনি বলেন, আমাদের সব কেন্দ্র থেকে ধানের শীষ ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

একই সঙ্গে অনেক কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি।

দুলাল বলেন, সকালে শেওড়াপাড়ার জিনিয়াস কিন্ডারগার্টেন, শেওড়াপাড়া আনন্দবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া মাদ্রাসা মার্কেট কেন্দ্রসহ কোথায়ও আমাদের এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।  

রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ধানের শীষের প্রার্থীর এজেন্ট রমজান আলী বাংলানিউজকে বলেন, আমরা সকালে কেন্দ্রে ঢুকতে গেলে আওয়ামী লীগের লোকজন আমাদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। শুধু তাই নয় আমাদের কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকার দুই সিটির ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।  

ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের সাত হাজার ৮৫০টি বুথ রয়েছে। এই সিটিতে ভোটার রয়েছেন ৩০ লাখ।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসএমএকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।