ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৭ ঘণ্টায় দক্ষিণে ভোট পড়েছে ২০, উত্তরে ২৩ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
৭ ঘণ্টায় দক্ষিণে ভোট পড়েছে ২০, উত্তরে ২৩ শতাংশ

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ডিএসসিসিতে ২০ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি নির্বাচনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানিয়েছেন, একই সময়ে ডিএনসিসিতে ২৩ শতাংশ ভোট পড়েছে।

আইন অনুযায়ী শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও কেন্দ্রের সীমানা ভেতরে ভোটার উপস্থিত থাকায় কোথাও কোথাও ৪টার পরও ভোটগ্রহণ হয়েছে।

আবদুল বাতেন বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে।

গণনা চলছে। কত শতাংশ ভোট পড়েছে শেষ হলে বলা যাবে।

ডিএসসিসিতে মেয়রপদে সাতজন, ৫৪টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩৫ জন ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮২ জন অর্থাৎ ৪২৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

মেয়রপদে সাত প্রার্থী হলেন, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ও গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

এ সিটিতে ভোটার রয়েছে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪জন। যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩জন।

আবুল কাসেম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৩ শতাংশ ভোট পড়েছে। ৪টা পর্যন্ত আরও কিছুটা বেড়েছে। তবে এখনও গণনা চলছে। শেষ হলে বলা যাবে ভোটের হার কত।

উত্তরে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন অথাৎ তিন পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৩৩৪ জন।

মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির তাবিথ আউয়াল, আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।