ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী পৌরনির্বাচন: হরতালের হুমকি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
ফেনী পৌরনির্বাচন: হরতালের হুমকি বিএনপির

ফেনী: ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞাঁর বাড়িতে হামলাসহ আসন্ন ফেনী পৌর নির্বাচনের পরিবেশ নস্যাতের অভিযোগ তুলে ফেনীতে হরতালের হুমকি দিয়েছে বিএনপি।

এ অভিযোগের ভিত্তিতে রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ট্রাংক রোড়ে বিক্ষোভ মিছিল করে দলটি।

মিছিল পরবর্তী ফেনী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, প্রতীক বরাদ্দের পর প্রচার প্রচারণা শুরু হওয়ার পর দিনই ট্রাংক রোড়ে বিএনপি প্রার্থী ৫ হাজার পোস্টারে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

বিভিন্নভাবে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় হামলার ঘটনা ঘটছে। আমরা নির্বাচন কমিশনকে বার বার জানিয়েও কোনো সদুত্তর পাইনি। এভাবে চলতে থাকলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। আমরা হরতালের ডাকা দেবো।

ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী জেলা বিএএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটুর নেতৃত্বে পৌর বিএনপির সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভূঞাঁর বাড়িতে বিকেল ৫টার দিকে ২শ সন্ত্রাসী নিয়ে হামলা করে। মেজবাহর সন্তানদের অপহরণ ও ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। শহরের ১৭ নম্বর ওয়ার্ডে জেলা যুবদলের তথ্য সম্পাদক বেলালের ওপরও হামলা করে পিটু বাহিনী।  মেজবাহ নিজেও এ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।  
 
আলাল আরো বলেন, আমরা এসব অব্যাহত হামলার বিষয়ে জেলা নির্বাচন কমশিন ও ফেনী মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমরা এর সুষ্ঠ প্রতিকার না পেলে কঠিন-কঠোর আন্দোলনের ডাক দেবো।  

হামরার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটু বলেন, নির্বাচনে নিশ্চিত হেরে যাবে জেনে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিএনপির এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কমিশনার নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা আমরা খতিয়ে দেখবো। একটি সূত্র নিশ্চিত করেছে অভিযোগের ব্যাপারে হামলার ছবি কিংবা স্পষ্ট কোনো প্রমাণ বিএনপি দিতে পারেনি।  

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।