ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বান্দরবানে ২ জনের জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বান্দরবানে ২ জনের জরিমানা  ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবান পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর একজন সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন 
ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ও সিমন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচণী আচরণবিধি অমান্য করে যানবাহনে পোস্টার লাগানোর দায়ে বিএনপির মেয়র প্রার্থী মো. জাবেদ রেজাকে ১০ হাজার টাকা এবং  আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবীর পক্ষে প্রচারণার সময় ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্যের ছবি ব্যবহার, গাড়ি ব্যবহার করে শোডাউন ও নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করার দায়ে মো. সাইদুর রহমান নামে তার সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন বাংলাযনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।