ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেট-৩ উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
সিলেট-৩ উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন যারা

সিলেট: সিলেট-৩ আসনে উপ-নির্বাচন মনোনয়ন জমা দিয়েছেন ৬ প্রার্থী। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

 

এসময় সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে প্রার্থীদের পাঁচজন মনোনয়নপত্র জমা নেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কাছে কেবল জাহিদুর রহমান মাসুম নামে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী, জাতীয় পাটির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র ফাহমিদা হোসেন ও জাহিদুর রহমান মাসুম।  

মনোনয়নপত্র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল আহমদের কাছে জমা দেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি সিলেট নগরীর মেন্দিবাঘ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জামা দেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিকের সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়াসহ জেলা-উপজেলার নেতারা।

মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ, বিএমএ’র মহাসচিব ইহতেশামুল হক দুলাল, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেটের দক্ষিণ সুরমার কফিল আহমদ চৌধুরী, বালাগঞ্জের বাসিন্দা জুনায়েদ মোহাম্মদ মিয়া, ফাহমিদা হোসেন, বিএনপির মোস্তাকিম রাজা চৌধুরী ও শেখ জাহেদুর রহমান মাসুম।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।