ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসিতে করোনা আক্রান্ত বেড়ে ২১৬, মৃত ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
ইসিতে করোনা আক্রান্ত বেড়ে ২১৬, মৃত ৯

ঢাকা: দিন দিন বেড়ে চলেছে নির্বাচন কমিশনে (ইসি) করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত মোট ২১৬ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন নয়জন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, রোববার (৮ আগস্ট) দুপুরেও একজন মারা গেছেন। তাজুল ইসলাম নামে ওই ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ আট কর্মীকে কেড়ে নেয় করোনা ভাইরাস।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।

নির্বাচন কমিশন শুরু থেকে মাঠ পর্যায়ের অফিস খোলা রেখে এনআইডিসহ অন্যান্য সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।