ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজনৈতিক দলগুলোকে এ মাসেই আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
রাজনৈতিক দলগুলোকে এ মাসেই আয়-ব্যয়ের হিসাব দিতে হবে

ঢাকা: নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার জন্য সময় আছে আর মাত্র তিন কার্যদিবস। আগামী ৩১ আগস্ট ইসির নির্ধারিত সময় শেষ হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত বিএনপি, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ পাঁচটির মতো দল বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য দলগুলো এখনও কোনো সাড়া দেয়নি।

দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবার নির্বাচন কমিশন স্ব-প্রণোদিতভাবেই এক বছর সময় বাড়িয়ে দেয়। এক্ষেত্রে ৩১ জুলাইয়ের পর আর সময় বাড়ানো হবে না।

কোনো দল পরপর তিন বছর হিসাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের কথা বলা আছে বর্তমান আইনে। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
ইইউডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।