ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সুবর্ণচরে ৬ ইউপির ৪টিতে আ.লীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
সুবর্ণচরে ৬ ইউপির ৪টিতে আ.লীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী এবং দু’জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কুমার পাল।

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন-উপজেলার চরবাটা ইউনিয়নে আমিনুল ইসলাম রাজিব, পূর্ব চরবাটা ইউনিয়নে  আবুল বাশার মঞ্জু, চরআমান উল্যাহ ইউনিয়নে বেলায়েত হোসেন ও চরওয়াপদা ইউনিয়নে আব্দুল মান্নান ভূঁইয়া।  

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন-চরক্লার্ক ইউনিয়নে আবুল বাশার ডিপটি ও মোহাম্মদপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী।

সুবর্ণচর উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ৮১৬ জন ভোটারের বিপরীতে চরবাটা, চরওয়াপদা, চরআমান উল্ল্যাহ, চরক্লার্ক, পূর্ব চরবাটা ও মোহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।