ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি ভোটের বৈঠক বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
ইউপি ভোটের বৈঠক বৃহস্পতিবার

ঢাকা: বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তফসিল হতে পারে। এদিন ৮৭তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে-(ক) তৃতীয় ধাপের ইউপি সাধারণ নির্বাচন (খ) অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন, (গ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং (ঘ) বিবিধ।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।  

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে সংস্থাটি।

বর্তমান কমিশন তার মেয়াদের মধ্যে সময়গণনা শুরু হয়েছে বা হবে, এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হবে।  

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।