ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কমলনগর ইউপি নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
কমলনগর ইউপি নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল একেএম নুরুল আমিন মাস্টার

লক্ষ্মীপুর: ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ তিন চেয়ারম্যানপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই রিটার্নিং কর্মকর্তা।

বাতিলকৃত প্রার্থীরা হলেন- চরলরেন্স ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, চরকাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহম্মদ হাওলাদার ও চরমার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি।

এছাড়া ঋণ খেলাপীর দায়ে চরমার্টিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কমলনগরের তিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।