ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চতুর্থ ধাপের ইউপি ভোট, তফসিল হতে পারে বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
চতুর্থ ধাপের ইউপি ভোট, তফসিল হতে পারে বুধবার

ঢাকা: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল হতে পারে বুবধার (১০ নভেম্বর)। এছাড়া স্থানীয় অন্যান্য নির্বাচনের তফসিলও হতে পারে।

এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বিকেল ৩টায় নির্বাচন ভবনে ৮৯-তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর তফসিল ঘোষণা করতে পারেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার।

বৈঠকের আলোচ্যসূচিতের পাঁচটি বিষয় রাখা হয়েছে। এগুলো হলো- চতুর্থ ধাপের ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য উপ-নির্বাচন, এনআইডি সার্ভারে ম্যাডনেস স্ট্যাটাস নিয়ে আলোচনা ও বিবিধ।

বৈঠকে ইসির ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। তারা জানিয়েছেন, তফসিল হতে পারে। তবে কোথায় কোথায় নির্বাচনের তফসিল তা নির্ধারণ করবে কমিশন।

এরই মধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপির ভোট সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ০৯ , ২০২১ 
ইইউডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।