ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কালকিনিতে সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
কালকিনিতে সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ৩ নং ওয়ার্ডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করে কেন্দ্র দখলের চেষ্টা করে। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আবার ভোট শুরু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সরদার এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিম আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন অন্তত শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটরদের ছত্রভঙ্গ করে দেন। পরে পুলিশ ও স্ট্রাইকিং ফোর্স, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। সাহেবরাপুর ছাড়াও ১২টি ইউনিয়নে ভোট হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।