ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পুতির কোলে চড়ে ভোট কেন্দ্রে ৯৪ বছরের মেওয়া রানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
পুতির কোলে চড়ে ভোট কেন্দ্রে ৯৪ বছরের মেওয়া রানি

কুমিল্লা: মেওয়া রানি। জাতীয় পরিচয়পত্রে লেখা জন্মসাল ১৯২৭।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৯৪ হলেও স্বজনদের দাবি তার বয়স ১০০ ছাড়িয়েছে। চোখে দেখেন না। তেমন কানেও শোনেন না তিনি।  

মাঝেমধ্যে ক্ষীণ স্বরে একটু-আধটু কথা বলেন। এক ছেলে, দুই মেয়ের জননী মেওয়া রানির স্বামী মারা গেছেন বহু বছর আগেই।  
   
বৃহস্পতিবার (১১ নভেম্বর) কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর মুগারচর কেন্দ্রে দূর সম্পর্কের এক নাতির ছেলের (পুতি) কোলে চড়ে ভোট দিতে আসেন তিনি। ভোট দিতে আসায় কেন্দ্রে তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় ভোটারদের মধ্যে। সবাই তার কাছে আসেন। খবর জানার চেষ্টা করেন। পাশে ভিড় জমে যায়।

হয়তো ঘরের এক কোণে পড়ে থাকেন মেওয়া রানি। সেবা যত্নের হিসেব মেলানো ভার। ঘরে তার মূল্য যেমনই হোক, ভোট কেন্দ্রে অমূল্য হয়ে উঠলেন তিনি।

মেওয়া রানির পুত্রবধূ লায়লা বেগম জানান, ভোট দেওয়ার বেশ আগ্রহ ছিল শাশুড়ির। তাই সবাই মিলে কেন্দ্রে নিয়ে আসি।  

মেঘনা উপজেলার কৃষি কর্মকর্তা ও কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান জানান, মেওয়া রানি বয়স্ক ও অসুস্থ হওয়ায় তাকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।