ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারের ২১ ইউপির ১১টিতে নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
কক্সবাজারের ২১ ইউপির ১১টিতে নৌকা

কক্সবাজার: কক্সবাজারের তিন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ১১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাতটিতে বিদ্রোহী প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে উখিয়ার হলদিয়া পালং ও কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

কক্সবাজার সদর

কক্সবাজার সদরের পাঁচটি ইউনিয়নের মধ্যে ঝিলংজা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু সোলতান, চৌফলদণ্ডী ইউনিয়নে মুজিবুর রহমান (নৌকা), ভারুয়াখালী ইউনিয়নে কামাল উদ্দিন (নৌকা) ও পিএমখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহ আনারস প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় খরুশকুল ইউনিয়নের ফল স্থগিত রাখা হয়েছে।

 
রামু

রামুর ১১টি ইউনিয়নের মধ্যে ফতেখাঁরকূল সদরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টো (আনারস) ছয় হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হক চৌধুরী পেয়েছেন চার হাজার ৭৩৪ ভোট।

কাউয়ারখোপ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল আলম (মোটরসাইকেল) দুই হাজার ৭৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী ওসমান সরওয়ার মামুন পেয়েছেন দুই হাজার ৭৫০ ভোট।

রশিদ নগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমডি শাহ আলম (আনারস) তিন হাজার ৯৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. হান্নান সিদ্দিকী (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৯২৪ ভোট।

কচ্ছপিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. ইসমাঈল নোমান তিন হাজার ৭২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. তৈয়ব উল্লাহ (চশমা) পেয়েছেন তিন হাজার ৪২৫ ভোট।

গর্জনীয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চার হাজার ১৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী গোলাম মৌলা চৌধুরী পেয়েছেন দুই হাজার ৯৭৭ ভোট।

ঈদগড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ আহমদ ভুট্টো চার হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আলম পেয়েছেন তিন হাজার ২৯৫ ভোট।

চাকমারকূল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সিকদার তিন হাজার ৯৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম পেয়েছেন তিন হাজার ৬৭৪ ভোট।

জোয়ারিয়ানালা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কামাল শামসুদ্দীন প্রিন্স চার হাজার ৩৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবছার কামাল সিকদার (মোটরসাইকেল) পেয়েছেন তিন হাজার ৪৪৭ ভোট।

রাজারকূল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুফিজুর রহমান (ঘোড়া) পাঁচ হাজার ৭৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন তিন হাজার ৫৪৭ ভোট।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খোদেসতা গেম রীণা পাঁচ হাজার ৯১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইউনুচ পেয়েছেন (টেবিল ফ্যান) তিন হাজার ৪৩৫ ভোট।

খুনিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হক (চশমা) আট হাজার ৯৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মাবুদ পেয়েছেন আট হাজার ৯১৬ ভোট।

উখিয়া

উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এ উপজেলায় হলদিয়া পালং ইউনিয়নের ফল স্থগিত রাখা হয়েছে।

জয়ীরা হলেন, উখিয়া সদর রাজাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী ১৭ হাজার ৮৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাদমান জামী চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ১১ হাজার ৪৭৩ ভোট।

২ নম্বর রত্নাপালং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হুদা সাত হাজার ৩০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল কবির চৌধুরী (ঘোড়া) পেয়েছেন পাঁচ হাজার ৯৮৮ ভোট।

রোহিঙ্গা শিবির অধ্যুষিত ৫ নম্বর পালংখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী (ঘোড়া) চার হাজার ৭১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মো. আব্দুল মালেক (চশমা) পেয়েছেন তিন হাজার ৯৯৯ ভোট।

১ নম্বর জালিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এসএম ছৈয়দ আলম ছয় হাজার ৫৪৬ ভোট পেয়ে  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী নুরুল আমিন চৌধুরী (চশমা) পেয়েছেন পাঁচ হাজার ৯২৬ ভোট।

এই উপজেলায় হলদিয়াপালং ইউনিয়নে গোলযোগ হওয়ায় ফল স্থগিত রাখা হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।