ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে স্থগিত ৪ ইউনিয়নের ভোট ৩০ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কক্সবাজারে স্থগিত ৪ ইউনিয়নের ভোট ৩০ নভেম্বর

কক্সবাজার: নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রের পুনঃভোটগ্রহণ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় দফায় এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।

এর ফলে চার ইউনিয়নের তিনটি পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বাংলানিউজকে বলেন, গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুটি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

এছাড়া দ্বিতীয় দফায় ১১ নভেম্বর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুনঃভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।