ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন ও বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব-২ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

কমিশনের তথ্য মতে, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হব।  

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সিলেটের এ দুটি পৌর ও উপজেলা ছাড়াও দেশের আরও ১০ পৌর ও উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্য হয়ে যায়।

ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।