ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি নিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২২
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি (রোডম্যাপ) নির্ধারণের কাজে হাত দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ইসি সচিবালয়কে খসড়া প্রস্তুতের জন্য নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে মূলভিত্তি ধরেই তারা একটি খসড়া প্রণয়ন করবে। কমিশন তার ওপর চূড়ান্ত কর্মপদ্ধতি ঠিক করবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমরা খসড়া প্রস্তুতের কাজে হাত দিচ্ছি। কমিশনই চূড়ান্ত করবে, কী বিষয় রাখা হবে।

কে এম নূরুল হুদার কমিশন ২০১৭ সালে একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করেছিলেন। সেসময় আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, সংলাপ ও দক্ষতা বাড়ানোর বিষয়গুলো রোডম্যাপে রেখেছিলেন তারা।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন প্রাথমিক সংলাপ দায়িত্ব নিয়েই শুরু করেছে। এছাড়া সীমানা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে, শুরু করেছে ভোটার তালিকা হালনাগাদও।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আগামী বছরের জুনের পর তারা চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবেন। এতে সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় বিষয় অন্তর্ভূক্ত করবেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর নতুন গঠিত আইন সভার প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী, সংসদ মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর নির্বাচন করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে ইসিকে।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।