ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ওসমানীনগর-জগন্নাথপুর উপজেলা ভোট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ওসমানীনগর-জগন্নাথপুর উপজেলা ভোট স্থগিত

ঢাকা: বন্যার কারণে সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ জুলাই এ দুই নির্বাচন হওয়ার কথা ছিল।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ভোট স্থগিতের নির্দেশনা রোববার (২৬ জুন) রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে- বন্যাকবলিত জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলার ভোট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।

আগামী ২৭ জুলাই দোহার, পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচন, ২৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শৈলকূপা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী এসব নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৮ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।