ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপিতে ফুটবল প্রতীকের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুলাই ২৭, ২০২২
গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপিতে ফুটবল প্রতীকের জয়

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের মো. মোখলেছুর রহমান।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব।

 

নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে মোখলেছুর রহমান পেয়েছেন  ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুল হক খোকা পেয়েছেন ৭০৬ ভোট।  

উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর এ ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রউফ মাস্টার সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচনের পরদিন ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান আব্দুর রউফ। এরপর জেলা নির্বাচন কর্মকর্তা ওই ওয়ার্ডের সদস্য পদটি শূন্য ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।