ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

রামজীবন ইউপিতে স্বামীর শূন্য পদে স্ত্রী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জুলাই ২৭, ২০২২
রামজীবন ইউপিতে স্বামীর শূন্য পদে স্ত্রী বিজয়ী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরু মোহাম্মদ লেলিনের মৃত্যুর কারণে সৃষ্ট শূন্য পদে বিজয়ী হয়েছেন তার স্ত্রী বিউটি বেগম।  

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্য পদের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়।

এরপর সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ উপনির্বাচনে মোরগ প্রতীক নিয়ে বিউটি পেয়েছেন ৫৯৯ ভোট। তালা প্রতীক নিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ৫৪৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে এক হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে এক হাজার ১৪৮ জন ভোট দেন।  

ইউপি সদস্য নুরু মোহাম্মদ লেলিনের মৃত্যুর পর আসনটি শূন্য হওয়ায় গত ৭ জুন উপনিবাচনের তফসিল ঘোষণা করা হয়।

সে মোতাবেক ২৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ৩০ জুন মনোয়ন পত্র বাছাই, ৭ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ জুলাই ভোট গ্রহণ হয়।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।