ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, সেপ্টেম্বর ২৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান নির্দেশনাটি পাঠিয়েছেন।  

এতে উল্লেখ করা হয়েছে- রিট পিটিশন নম্বর ১১০৭১/২০২২-এর ১৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে ১৭ অক্টোবর, ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা সেপ্টেম্বর ২৬, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।