ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে সিইসিকে রাশিয়ার আমন্ত্রণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে সিইসিকে রাশিয়ার আমন্ত্রণ

ঢাকা: একটি আন্তর্জাতিক নির্বাচনী কনফারেন্সে যোগ দিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতাস্স্কি সিইসির সঙ্গে সাক্ষাত করে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, মূলত একটি আন্তর্জাতিক কনফারেন্সের আমন্ত্রণ জানাতে তিনি এসেছিলেন। এছাড়া এটাকে সৌজন্য সাক্ষাতও বলা যায়। খুবই সংক্ষিপ্ত এই বৈঠকে (২০ মিনিটের মতো) অন্য বিষয়ে তেমন কোনো আলোচনা হয়নি।

৬ ও ৭ অক্টোবর রাশিয়ায় কনফারেন্সটি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২ 
ইইউডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।