ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচন: সরে দাঁড়ালেন আবুল কালাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ১৩, ২০২২
ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচন: সরে দাঁড়ালেন আবুল কালাম  আবুল কালাম আজাদ

ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।

 
বুধবার (১২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন আবুল কালাম।  

বিজ্ঞপ্তিতে সাবেক এ জেলা পরিষদ সদস্য বলেন, আমি শারীরিকভাবে খুব অসুস্থ। চলাফেরা করতে পারছি না। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুরূহ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি সবার দোয়া কামনা করছি।  

উল্লেখ্য, আবুল কালাম আজাদসহ ২ নম্বর ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর দুইজন হলেন- বর্তমান সদস্য আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।