ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দর্শকদের উন্মাদনায় মাঝরাতেও ‘পাঠান’র শো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
দর্শকদের উন্মাদনায় মাঝরাতেও ‘পাঠান’র শো! শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন

বলিউডে বছরের প্রথম ব্লকবাস্টার। সিনেমা মুক্তির পর সময় যত এগোচ্ছে, শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উত্তেজনা আরো বাড়ছে।

অগ্রিম টিকিট বুকিংয়ের সময়ই চালু করা হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। এবার দর্শকের চাহিদা মেটাতে মধ্যরাতেও শো চালুর ভাবনা করছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘পাঠান’। এরপর থেকেই দলে দলে লোক গিয়ে ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহের সামনে। চাহিদা এতটাই যে, সিনেমা মুক্তির তিন দিন আগে থেকেই টিকিটের জন্য অপেক্ষা করে থাকতে হয়েছে দর্শকদের।

জানা গেছে, এবার সেইসব দর্শকদের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১২টায় ‘পাঠান’র শো চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজরা সংস্থা ‘যশরাজ ফিল্মস’। শুধু মুম্বাইয়ে নয়, গোটা ভারতে মধ্যরাতের শো চালুর ব্যবস্থা ওয়াইআরএফের।

দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে রুপালি পর্দায় ফিরেছেন বলিউডের ‘বাদশা’। দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে ছবি মুক্তির প্রথম দিনেই পর্দার সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষ।  

২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট ৫২০০টি পর্দায় ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। বুধবার প্রথম শোয়ের পরে আরো ৩০০টি পর্দা বাড়ানোর সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। সারা ভারতে আপাতত মোট ৫৫০০টি পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। বিদেশে এই সংখ্যাটা ২৫০০। বিশ্বজুড়ে মোট ৮০০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘বাদশা’র কামব্যাক।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খান ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে আরেক সুপারস্টার সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।