‘কল্কি ২৮৯৮ এডি’ সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। প্রযোজনা সংস্থার দাবি অভিনেত্রীর দায়বদ্ধতার অভাব।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায় ছবির সিকুয়েলে ‘সুমতী’ চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথা চলছে প্রযোজনা সংস্থার। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি।
প্রযোজনা সংস্থা জানান, দীপিকা সিকুয়েলে থাকছেন না কারণ তার কাজে দায়বদ্ধতার অভাব। এমন মন্তব্যের পর আলোচনার শুরু হয় দীপিকার কাজের সময়সীমা নিয়ে। মা হওয়ার পর অভিনেত্রী স্পষ্ট বলেছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না।
এই শর্তের কারণেই প্রযোজকরা তাকে এড়িয়ে চলছেন। এমনকি একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হলেও নিজের অবস্থানে অনড় তিনি।
দীপিকা বলেন, আমি এমন অনেক পুরুষ তারকাকে চিনি, যারা দিনে আট ঘণ্টার বেশি কাজ করেন না। তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন মহিলা একই দাবি করলে সেটা বিতর্ক হয়ে যায়!
দীপিকাকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। চার বছরের সন্তানের মা ইকরা ইনস্টাগ্রামে লিখেছেন, একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চাইছেন এটাই স্বাভাবিক। তিনি প্রতিশ্রুতি ভাঙছেন না, বরং দায়িত্বশীল। সহকর্মীদের উচিত তাকে সমর্থন করা।
সূত্র: আনন্দবাজার