ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুটিং সেটে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
শুটিং সেটে আহত শাকিব খান ফাইল ছবি

ঢাকা: সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত 'আগুন' সিনেমার সেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগুন সিনেমার শেষ দিনের শুটিং করছিলেন শাকিব। আর শেষ দিনের শুটিংয়ে গিয়েই পা মচকে ফেলেছেন তিনি। এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান পা মচকে যায় কিং খান খ্যাত শাকিব খানের।

এরপর শুটিং সেট থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তবে শাকিব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালে চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। তবে আগামী কয়েকদিন কোনো কাজ নয়, থাকতে হবে বিশ্রামে। এমনটায় পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সিনেমা সূত্রে জানা গেছে, সিনেমার শুটিং শেষ। এখন শুধু বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলেই গানের শুটিংয়ে অংশ নেবেন। আসন্ন ঈদে মুক্তি পাবে এ সিনেমাটি। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ ও অন্যরা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।