ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ইভার টানে কানাডায় কাবিলা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, জুলাই ১৫, ২০২৫
ইভার টানে কানাডায় কাবিলা! জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা

আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় দুই চরিত্র ‘কাবিলা’ ও ‘ইভা’। পর্দায় চরিত্র দুটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।

নাটকের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

এদিকে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে অভিনয়ের ওপর একটি কোর্স করছেন পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এও তাকে দেখা যায়নি। অনেকেই তাদের দুজন’কে একসঙ্গে দেখতে আগ্রহী। এবার একসঙ্গে দেখা গেছে তাদের। তবে নাটকে নয় একটি ছবিতে।  

ছবিটি কানাডায় তুলেছেন তারা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, যা এখন সামাজিকমাধ্যমে ভাইরাল। ছবির ক্যাপশনে পারসা ইভানা লেখেন, ‘আপনার নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ মন্ট্রিল। ’ এর পরের লাইনে লেখেন, ‘আমরা তোমাদের ভালোবাসি শ্রোতাদের। ’ 

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় গিয়েছেন পারসা ইভানা। একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন জিয়াউল হক পলাশও। ফলে, বহুদিন পর কানাডার মাটিতে দেখা হলো কাবিলা-ইভার।  

প্রিয় দুই মুখের হঠাৎ দেখা যেন দর্শকের কাছেও আনন্দের। অনেকেই মন্তব্যের ঘরে সেই কথা প্রকাশ করেছেন।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।