ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

হাফপ্যান্ট পরায় প্লেট ধোয়ানো হয় সালমান মুক্তাদিরকে দিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
হাফপ্যান্ট পরায় প্লেট ধোয়ানো হয় সালমান মুক্তাদিরকে দিয়ে! সালমান মুক্তাদির

বর্তমান সময়ের কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে আলোচিত সালমান মুক্তাদির। এবার তিনি জানালেন হাফপ্যান্ট পরে যাওয়ায় একটি পিৎজা রেস্টুরেন্ট তাকে দিয়ে প্লেট ধোয়ানোর কাজ আদায় করে নিয়েছিল।

যদিও পিৎজা বানানোর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সালমান।

ঢাকায় ওই  প্রতিষ্ঠানের নতুন একটি শাখা খোলা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) সেখানে যথারীতি যান সালমান। হাফপ্যান্ট পরে গিয়েছেন, তাই তাকে দিয়ে কার্যত জোর করেই প্লেট ধোয়ানো হয়েছে।

সালমান বলেন, গতকাল বনশ্রীতে কাস্টমাররা এসে আমাকে খুঁজছিল। কিন্তু আমাদের মার্কেটিং হেড বলছিল, আমি নাকি যাইনি, আর আমি নাকি ফোনও বন্ধ রেখেছি। কিন্তু সেটা মিথ্যা। কাস্টমারের চাপ ছিল, আর আমি হাফপ্যান্ট পরে যাওয়ায় আমাকে প্লেট ধোয়ার কাজে লাগানো হয়।  

অবশ্য সালমান মুক্তাদির যে ঢঙে সামাজিকমাধ্যমে বিবরণ দিচ্ছিলেন, তাতে করে ঘটনাকে প্রথমদিকে সত্য মনে হলেও শেষভাগে এসে নিশ্চিত হওয়া যাবে এটি একটি মার্কেটিং স্ট্র্যাটেজি।

সম্প্রতি সালমান মুক্তাদির বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম দিশা ইসলাম। বিয়ে করে সালমান বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন, কেননা বিয়ের পর দিশার পূর্বের ইতিহাস সামনে চলে আসে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।