ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

নারীস্বাস্থ্য হেলাফেলার বিষয় নয়: কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, অক্টোবর ১৬, ২০২৫
নারীস্বাস্থ্য হেলাফেলার বিষয় নয়: কৃতি শ্যানন

সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫-এ অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এই মঞ্চে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

সেখানে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দেন নায়িকা।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কৃতি বলেন, সারা বিশ্বে নারীদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে নারীদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়।

পরিবারের নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে এই অভিনয়শিল্পী বলেন, মনে রাখবেন পরিবারের নারী সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলেই সে কিন্তু সবার যত্ন নিতে পারবেন। তাকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তার যত্ন নিতে হবে।

নারীদের স্বাস্থ্য সচেতনা জরুরি- উল্লেখ করে কৃতি বলেন, অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।

অভিনয়ের পাশাপাশি বলিউডের প্রযোজনাতেও মন দিয়েছেন কৃতি । সামনেই তার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। অভিনয়, প্রযোজনার পাশাপাশি রয়েছে তার নিজস্ব ব্যবসাও। এককথায় বলা যায়, একসঙ্গে একাধিক ভূমিকা পালন করেন কৃতি।

ইতোমধ্যেই পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় রোমান্টিক ঘরানার ‘তেরে ইশক্ মে’ সিনেমাতে অভিনয় করছেন কৃতি। এতে ধানুশের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।