ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানের এটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।

সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। সোমবার (১৪ অক্টোবর) বিএফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে নির্মাতা গুলজার বলেন, সবাই মিলে যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।

এই আয়োজনে সিনেমাটির অভিনেতা আমান রেজা, গোলাম ফরিদা ছন্দাসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেতা চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।