ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

যুক্তরাষ্ট্রে চার নায়কের খপ্পরে আহমেদ শরীফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, অক্টোবর ১৫, ২০২৫
যুক্তরাষ্ট্রে চার নায়কের খপ্পরে আহমেদ শরীফ! আলেকজান্ডার ব্রো, আমিন খান, আহমেদ শরীফ, জায়েদ খান,ও মামুনুন ইমন

নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়- অনেক সিনেমার শেষ দৃশ্যে এমনটি দেখা যায়। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো।

অর্থাৎ চার নায়ক কুপোকাত করলেন খলনায়ককে।

এমনই একটি ছবি দেখা গেল জায়েদ খানের ফেসবুক আইডিতে। আসছে ঘটনা কী?

চিত্রনায়ক জায়েদ খান অনেক দিন ধরে নিউ ইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার ব্রো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন আগে গেলেন চিত্রনায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগে থেকেই মার্কিন বাসিন্দা। যেহেতু সবাই রয়েছেন একই শহরেই তাই চিত্রনায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলন মেলার আয়োজন করা হয়।

নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।

বুধবার বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার ব্রো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটলো দেশের বাইরে।

তিনি বলেন, আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে। শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন তাই এই ছবিটা তুললাম।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।