ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’র পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ আগস্ট।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাদেশে সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্স-এর কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু।

তিনি বলেন, গেল মে মাসে তথ্য মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রদর্শনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। এরপর শুক্রবার সেন্সর পেয়েছে। রোববার পর্যন্ত সেন্সর ছাড়পত্র হাতে পাব।

কামাল কিবরিয়া লিপু জানান, সবঠিক থাকলে ২৫ আগস্ট সিনেমাটি দেশের হলে দর্শকরা দেখতে পাবেন। ঢাকা ও রাজধানীর বাইরে একসঙ্গে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নির্মাণ করেছেন ফরহাদ সামজি। এটি গেল ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে।

এছাড়াও অভিনয় করেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।