ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

৩৫ বছরেই না ফেরার দেশে কণ্ঠশিল্পী রাজবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, অক্টোবর ৮, ২০২৫
৩৫ বছরেই না ফেরার দেশে কণ্ঠশিল্পী রাজবীর রাজবীর জাওয়ান্দা

পাঞ্জাবি সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজবীর জাওয়ান্দা আর নেই।  

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১১ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বুধবার (৮ অক্টোবর) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৩৫ বছর।

২৭ সেপ্টেম্বর চণ্ডীগড়ে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ ছুটে যাওয়া গরুর সঙ্গে ধাক্কা খায় রাজবীরের বাইক। ফলে তার মাথা ও মেরুদণ্ডে আঘাত পায়। এরপর তাকে মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, তার অবস্থা ছিল আশঙ্কাজনক। মস্তিষ্কের কার্যকলাপ অকেজো ছিল এবং শারীরিক উন্নতির কোনো লক্ষণ ছিল না। রাজবীরকে দীর্ঘ সময় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ।

রাজবীরের অকাল মৃত্যুতে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, রাজনৈতিক ব্যাক্তি এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

অভিনেত্রী নিরু বাজওয়া ইনস্টাগ্রামে রাজবীরের একটি ছবি পোস্ট করে লিখেন, অতি দ্রুত চলে গেলে। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।

পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা পারতাও সিং বাজওয়া তার এক্সে পোস্ট করেন, রাজবীর জাওয়ান্দার অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত। দিনের পর দিন সাহসী লড়াই চালিয়ে অবশেষে তিনি আমাদের ছেড়ে গেলেন। তার প্রাণবন্ত সুরেলা কণ্ঠ আর সঙ্গীত চিরকাল হৃদয়ে অনুরণিত থাকবে।

তরুণ প্রজন্মের মধ্যে রাজবীর জাওয়ান্দা ছিলেন ভীষণ জনপ্রিয়। তার গাওয়া ‘কালি জাওয়ানডে ডি’ গানটি রাতারাতি ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় আসেন। এ ছাড়া ‘দোনি সাজনা ও সম্প্রতি প্রকাশিত ‘তু দিস পেইন্দা' গানগুলোও বেশ প্রশংসিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভিউ হয়েছে লাখের মতো।  
সূত্র: হিন্দুস্তান টাইমস 

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।