ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

কবে মুক্তি পাবে নয়নতারার ৭৫তম সিনেমা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, নভেম্বর ৪, ২০২৩
কবে মুক্তি পাবে নয়নতারার ৭৫তম সিনেমা? নয়নতারা

দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা। দুই দশকের ক্যারিয়ার তার।

গেল কয়েক বছরে নারীপ্রধান সিনেমাতেই অভিনয় করেছেন বেশি। এই ধারাতে বিরতি নিয়েছিলেন শাহরুখ খানের আমন্ত্রণে।

আলোচিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর থেকেই নতুন করে আলোচনায় রয়েছেন নয়নতারা।  

এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যা অভিনেত্রীর ক্যারিয়ারের ৭৫তম সিনেমা হতে যাচ্ছে। এর নাম ‘অন্নপুরানি’। এর নির্মাণ করেছেন তামিল পরিচালক নীলেশ কৃষ্ণা।

অনেকেই ভেবে রেখেছেন ৭৫তম সিনেমায় বিশেষ চমক রাখবেন নয়নতারা। কী চমক দেবেন সেটা মুক্তির পরই জানা যাবে। তবে অভিনেত্রী টুইটারে জানান, পারিবারিক আবহের গল্পে তৈরি সিনেমাটি মুক্তি পাবে ১ ডিসেম্বর। গল্পের বিষয়বস্তু রান্না। নিরামিষ খাবার কেন দরকারি, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এতে।

দক্ষিণেই একের পর এক সিনেমার পরিকল্পনা করছেন নয়নতারা। বর্তমাসে তার হাতে রয়েছে ‘টেস্ট’ ও ‘মান্নানঘাট্টি ১৯৬০’ নামের দুটি সিনেমা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।