ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘জাতীয় ক্রাশ’র তকমা হাতছাড়া রাশমিকার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
‘জাতীয় ক্রাশ’র তকমা হাতছাড়া রাশমিকার! রাশমিকা মান্দানা

এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

ইতোমধ্যেই কাজ করেছেন বেশ কয়েকটি বলিউডের সিনেমাতেও। ‘জাতীয় ক্রাশ’র তকমাও রয়েছে তার ঝুলিতে।

তার সবশেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। গেল ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে সিনেমাটি। এমন সাফল্যের পরও সত্ত্বেও ‘জাতীয় ক্রাশ’র তকমা হারালেন রাশমিকা।

নিজের মিষ্টত্বের জন্য ‘জাতীয় ক্রাশ’র তকমা পেয়েছিলেন রাশমিকা। বছর খানেক আগেও তাকে নিয়েই সবচেয়ে বেশি উৎসাহ ছিল নেটিজেনদের মধ্যে। ফলে গুগলের ‘মোস্ট সার্চ’ তারকাদের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এই বছর সেই শিরোপা আর পাওয়া হল না তার!

সেই জায়গা রীতিমতো ছিনিয়ে নিলেন ‘অ্যানিমেল’-এরই অন্য এক অভিনেত্রী তৃপ্তি দিমরি। গেল কয়েক সপ্তাহে আলোচনার শীর্ষে উঠে এসেছেন তৃপ্তি। এমনকি, সুহানা খান, খুশি কাপুরের মতো তারকা সন্তানকে পিছনে ফেলে জনপ্রিয় তারকাদের তালিকায় সবার ওপরে জায়গা পেয়েছেন তিনি। এমনকি, তৃপ্তি টেক্কা দিয়েছেন ‘অ্যানিমেল’র পরিচালক ভাঙ্গাকেও!

‘অ্যানিমেল’ সিনেমাতে রণবীর-রাশমিকা জুটির চেয়ে অনেক বেশি চর্চা হয়েছে রণবীরের সঙ্গে তৃপ্তির জুটি নিয়ে। সিনেমাতে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিতে। ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমায় মাত্র কয়েক মিনিটের জন্যই পর্দায় দেখা গিয়েছে তাকে। তবে সেই কয়েক মিনিটেই নিজের কারিশমা দেখিয়েছেন পর্দার ‘বুলবুল’।

রণবীরের সঙ্গে তৃপ্তির একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে তার অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের। অভিনেত্রী জানান, তার মা-বাবা নাকি ওই দৃশ্য দেখে মোটেই খুশি নন। তবে সমালোচক ও দর্শকের শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত তৃপ্তি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।