ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

অসুস্থ নিক, বাতিল কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ৪, ২০২৪
অসুস্থ নিক, বাতিল কনসার্ট

চলতি বছরই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন মেয়ে ও স্বামী মার্কিন গায়ক নিক জোনাস।

সেই সব ছবিও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেছে পিসিকে! এর মধ্যেই প্রিয়াঙ্কার পরিবারে বেদনার খবর!

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রিয়াঙ্কার স্বামী বিখ্যাত সংগীতশিল্পী নিক জোনাস। অসুস্থতার খবর নিজেই জানান এই আমেরিকান পপ তারকা। যার কারণে বাতিল করলেন আসন্ন বেশ কিছু শো।

কী হলো এই তারকা শিল্পীর, যার জন্য বাতিল করতে হলো আসন্ন সব শো? মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল নিকের। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত।

ইনস্টাগ্রামে অসুস্থ হওয়ার খবর জানিয়ে নিক লেখেন, খবরটা মোটেই খুশির নয়। কয়েক দিন ধরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। গলায় ব্যথা। যত দিন যাচ্ছে, গলার অবস্থা আরও খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। চিকিৎসক বলেছেন কিছু দিন বিশ্রামে থাকতে। তাই কনসার্ট আপাতত বাতিল করলাম। সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরব।

এই অবস্থায় ভক্তদের পাশে পাওয়ার আশা করেন নিক। তিনি লেখেন, মনখারাপ লাগছে এভাবে শো বাতিল করার জন্য। আশা করছি আপনাদের পাশে পাব। এমন একটা সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। কথা দিলাম আগস্ট মাসের শোয়ে ১২০ গুণ ফিরিয়ে দেব।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।