ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

বিনোদন

রাজশাহীতে নির্মিত ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মে ২৫, ২০২৪
রাজশাহীতে নির্মিত ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র

রাজশাহীতে নির্মিত ভিন্ন ধারার সিনেমা ‘পটু’র রাজশাহীতে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) রাতে গ্র‍্যান্ড রিভারভিউ হোটেলের সিনেপ্লেক্সে ‘পটু’ সিনেমা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রদর্শনীর শুরুতে নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক মেয়র তাদের সঙ্গে কুশল বিনিয়য় করেন। এ সময় ‘পটু’র পরিচালক আহম্মেদ হুমায়ূন, নায়ক ইভান সাইরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ১০ মে। এটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর, আফরা সাইয়ারা, শোয়েব মনির, দিলরুবা দোয়েলসহ অনেকে।

‘পটু’ মূলত ক্রাইম থ্রিলার একটি সিনেমা। এর অভিনয় শিল্পীরা নতুন। পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি। রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।