ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ায় বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
মালয়েশিয়ায় বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’

ঢাকা: মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায়ায় অবস্থিত প্রখ্যাত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (এম এম ইউ) অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপোতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রদর্শনীর জন্য ‘বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ হাইকমিশনে বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের কাছে অ্যাওয়ার্ড ’ হস্তান্তর করেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সোসাইটির উপদেষ্টা খালিদ ফাইয়াজ মোহাম্মদ এবং একই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এক্সপো-এর হেড অব অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট, টেংকু আলিশা সাবরিনা বিনতি টেংকু এরউইন মারটিনো।

এ সময় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং প্রথম সচিব ( রাজনৈতিক) রেহানা পারভীন উপস্থিত ছিলেন।

২০-২৩ জুন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এ আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হয়।  

মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে শুক্রবার (২১ জুন)  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনের আয়োজন করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সৌদ ,পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মালয়েশিয়ার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক কোরের সদস্য,  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক  শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা,  মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির নেতারা, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তারা সপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।

বিভিন্ন দেশের দর্শকরা সিনেমার নির্মাণশৈলীর প্রশংসা করেন। বঙ্গবন্ধুর আপসহীন সংগ্রাম, দেশের প্রতি গভীর মমত্ববোধ এবং বিপথগামীদের হাতে তার সপরিবারে মর্মান্তিক মৃত্যু দেখে দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

২৩ জুন ইন্টারন্যাশনাল এক্সপো-এর শেষ দিনে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ‘গালা নাইট’-এ  অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ৩ জন  বাংলাদেশি ছাত্রনেতা ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্টের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এক্সপোতে ৬ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ 'বেস্ট অ্যাকটিভিটিস' ক্যাটেগরিতে বিজয়ী হয়।

বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বিশেষ অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘গালা নাইট’-এ একজন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। এছাড়া এক্সপোতে অন্যান্য দেশের পাশাপাশি প্রবাসী নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই স্টল স্থাপন করে যেখানে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা,  জুন ২৭, ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।