ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

নিজ বাসায় মডেল খুন, সন্দেহের তালিকায় স্বামী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জুলাই ২৮, ২০২৪
নিজ বাসায় মডেল খুন, সন্দেহের তালিকায় স্বামী

নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় থাই পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে তার স্বামী।

ব্যাংকক পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ২৪ বছর বয়সী এই মডেলকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে আসেন। তিনজন মিলে ক্রিটনকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ তার স্বামীর অসংলগ্ন আচরণ লক্ষ করেছেন। পুলিশকে তিনি বলেছেন, ক্রিটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এই নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা।

২০১৮ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রিটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এনএটি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।