ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ভিডিওকলে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, সেপ্টেম্বর ১৪, ২০২৫
ভিডিওকলে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রয়াত সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার দুপুর ১২ টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এদিকে দেশের কিংবদন্তি সংগীত শিল্পী রুনা লায়লা ভিডিওকলের মাধ্যমে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে দেশের বাইরে থাকায় শহীদ মিনারে ভিডিওকলের মাধ্যমে লালন কন্যাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও শিল্পীর পরিবারের সদস্যদের সমবেদনা জানান রুনা লায়লা।  

এদিকে ফরিদা পারভীনকে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে শিল্পীর মরদেহ কুষ্টিয়ায় পথে রওনা হয়েছে।

ফরিদা পারভীনের মরদেহ কুষ্টিয়া পৌঁছানোর পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে ফরিদা পারভীনকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।