ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

হিন্দি গানে সোনালের সঙ্গে শাকিবের রোমান্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
হিন্দি গানে সোনালের সঙ্গে শাকিবের রোমান্স

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘দরদ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

শুক্রবার (১১ অক্টোবর) সিনেমাটির একটি গানের এক ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। ‘জিসম সে তেরে’ শিরোনামের এ হিন্দি গানে সোনালের সঙ্গে শাকিবের রোমান্স নেটিজেনদের নজর কেড়েছে।

শাকিব খানের অফিসিয়াল ফেসবুকে গানটির ৪৫ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে মুগ্ধতা প্রকাশ করছেন শাকিব-সোনালের ভক্ত-অনুরাগীরা।  

‘জিসম সে তেরে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফান। গানটির কথা এবং সুর করেছেন আরাফাত মেহমুদ।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।