ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

৪৫-এও ফিট শ্বেতা, নেপথ্যে মোগলদের প্রিয় খাবার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, অক্টোবর ১৪, ২০২৫
৪৫-এও ফিট শ্বেতা, নেপথ্যে মোগলদের প্রিয় খাবার!

অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কাছে বয়স যেন সংখ্যা মাত্র। ভারতীয় এই অভিনেত্রী বয়স এখন ৪৫।

কিন্তু তার সৌন্দর্যে কোনও প্রভাব ফেলেনি এই সংখ্যা। এই সৌন্দর্যের নেপথ্যে নাকি রয়েছে মোগল শাসকদের অবদান! বিষয়টি নিজেই জানান শ্বেতা।

নিয়মিত বিশেষ ধরনের খিচুড়ি খান শ্বেতা। সেই খিচুড়ি একসময় মোগলদের নাকি খুব পছন্দের ছিল। এই খিচুড়ি নানা রকমের সবজি দিয়ে তৈরি হয়। স্যুপ-এর মতো করে এই বিশেষ খিচুড়ি খেতে পছন্দ করেন শ্বেতা।

চাল ও মুগ ডালের সঙ্গে কড়াইশুটি, আলু ও গাজরের মতো সবজি থাকে এই খিচুড়িতে। কাঁচা হলুদ, লবন, জিরা দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে স্বাদ আনার জন্য আদা ও কাঁচা মরিচ ও সামান্য ঘি দেওয়া হয়। হালকা আঁচে রান্না করা হয় এই খিচুড়ি, যাতে খুব শুকনো না হয়ে যায়। এই খিচুড়ি নাকি খুবই প্রোটিন সমৃদ্ধ জানিয়েছিলেন শ্বেতা নিজেই।

খিচুড়ি খাবারটাই ভারতে অত্যন্ত প্রাচীন। খিচুড়ির বয়স নাকি ৩৫০০, জানান বিশেষজ্ঞেরা। মোগল সম্রাট আকবর ও তার পুত্র জাহাঙ্গিরও নাকি খিচুড়ি খেতে খুবই ভালবাসতেন। প্রাচীন ভারতের কিছু খাবার থেকেই নাকি মোগলদের খাবার অনুপ্রাণিত হয়েছে বলেও জানান সেই বিশেষজ্ঞেরা।

২০০১ সালে ‘কসৌটি জিন্দগি কি’ দিয়ে যাত্রা শুরু করে এখনও তিনি হিন্দি ধারাবাহিকের পর্দায় নিয়মিত মুখ শ্বেতা। ‘খতরোঁ কে খিলাড়ি’র মতো প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। এমনকি ‘বিগ বস‌’-এর মতো অনুষ্ঠান জেতার অভিজ্ঞতাও রয়েছে তার।

শ্বেতার কন্যা পলক তিওয়ারিও কয়েক বছর হল বলিউডে পা রেখেছেন। অনুরাগীদের মত, মা ও মেয়েকে অনায়াসে দুই বোন বলে চালিয়ে দেওয়া যায়।

শ্বেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার সুস্থ সবল থাকার মন্ত্র একটাই। যাই হয়ে যাক না কেন, তিনি শরীরচর্চা বন্ধ করেন না। সারাদিনে ১৫ মিনিট হলেও হাঁটেন বা শরীরচর্চা করেন এই অভিনেত্রী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।