ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

মিলনের কণ্ঠে ‘কলি যুগে পুরুষের প্রেমের মূল্য নাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, অক্টোবর ১২, ২০২৪
মিলনের কণ্ঠে ‘কলি যুগে পুরুষের প্রেমের মূল্য নাই’

চলতি সময়ের কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন একটি গান।

এর শিরোনাম ‘কলি যুগে পুরুষের প্রেমের মূল্য নাই’।

সোহেল খানের কথা ও সুরে গানটির সংগীতপরিচালনা করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সালমান আহমেদ সোহাগ। এতে মডেল হয়েছেন সহেল শুভ ও আরশী।

এসএলকে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। এরইমধ্যে গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। একই সঙ্গে প্রশংসাও পাচ্ছেন বলে জানান শিল্পী মিলন।

মিলন বলেন, অল্প সময়ে গানটির জন্য এত সাড়া পেয়ে বেশ ভালো লাগছে। এ সময়ে কখন কোন গান শ্রোতাদেও ভালো লাগবে সেটি বলা কঠিন। তবু আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের কথা ও সুরের  গান দিয়ে শ্রোতাদের কাছে থাকতে। সোহেল খান গানটির কথা ও সুরও চমৎকার করেছেন। সে কারণেই হয়তো শ্রোতারাও সহজেই গানটি গ্রহণ করেছেন।

সোহেল খান বলেন, আমি শ্রোতাদের বিষয়টি মাথায় রেখেই সব সময় কথা ও সুর করার চেষ্টা করি। এটিও তার ব্যতিক্রম হয়নি। আগামীতে আরও নতুন কিছু গান নিয়ে আসব।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।