ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মা হতে যাচ্ছেন রাধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, অক্টোবর ১৭, ২০২৪
মা হতে যাচ্ছেন রাধিকা

হঠাৎ করেই শোবিজ থেকে উধাও হয়ে গেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে এবার তার উধাও হওয়ার কারণ জানা গেল, মা হতে চলেছেন তিনি।

এক অনুষ্ঠানে নিজের ‘বেবি বাম্প’ প্রদর্শন করেছেন রাধিকা।

রাধিকা খুশি মনে জানালেন, খুব শিগগিরই মা হতে চলেছেন। তবে এত দিন এ বিষয়ে ঘুণাক্ষরেও টের পেতে দেননি তিনি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমে গোপন রেখেছিলেন রাধিকা। বেবি বাম্প প্রকাশ্যে এনে তিনি সবাইকে চমকে দিয়েছেন।

লন্ডন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো রঙের অফ-শোল্ডার বডিকন পোশাক পরে হাজির হয়েছিলেন রাধিকা। তার এই পোশাকে বেবি বাম্প স্পষ্ট ছিল।

এই অভিনেত্রী তার ছবি ‘সিস্টার মিডনাইট’র প্রিমিয়ারে গিয়েছিলেন। রাধিকার মা হতে যাওয়ার খবরে সামাজিকমাধ্যমে হইচই পড়ে গেছে। তার এই সারপ্রাইজ ভক্তরা দারুণ পছন্দ করছেন। নেট জনতারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেক নেটিজেন তার সৌন্দর্যের প্রশংসা করছেন।

২০১২ সালে ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন রাধিকা। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না এই অভিনেত্রী। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।