ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে হানিয়া আমিরের বাংলাদেশ সফর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫০, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে হানিয়া আমিরের বাংলাদেশ সফর

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর ঘিরে জমেছে আলোচনার ঝড়। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সফরে তিনি অংশ নেন এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে, যেখানে দেশের শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সার ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে হানিয়া নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন। উজ্জ্বল ও আত্মবিশ্বাসী চুলের যত্নে এই নতুন ধারণা সবার মধ্যেই অনুপ্রেরণা জাগায়।

শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এই মিট অ্যান্ড গ্রিটে ছিল উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া। সফর শেষে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন হানিয়া আমির, তবে তার এই সংক্ষিপ্ত ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।