ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

বছরের শেষ প্রান্তে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’তে ইয়াশ-তটিনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
বছরের শেষ প্রান্তে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’তে ইয়াশ-তটিনী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী

বছরের শেষ প্রান্তে এসে জুটি হয়ে নতুন একটি নাটক নিয়ে দর্শকদের সামনে এলেন অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এর নাম রাখা হয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকে অয়ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। বেকার হওয়ার কারণে ভাই-ভাবীর খোঁচা হজম করতে হয় তাকে। বাবা-মা নিরুপায়।

অন্যদিকে, তমা চরিত্রে আছেন তটিনী। তার মা নিজের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চায়। বিপত্নীক ছেলের দুই সন্তান আছে। এটা জানতে পেরে ঘর থেকে পালিয়ে যায় তমা।  

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, সমু চৌধুরী, এমএনইউ রাজু, দিশা, রিমু রোজা খন্দকার, মিজু ইনজাম, রিপন।

‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নাটকের জন্য নতুন একটি গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। ‘তোমার চুলে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। আজ ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও।

নাটকটির শুটিং হয়েছে রাজধানীর ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি। নাটকটির আবহ সংগীত করেছেন আরফিন রুমি। শনিবার (১৪ ডিসেম্বর) সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।