ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
পর্দায় একসঙ্গে দেখা যাবে সালমান-হৃতিককে? সালমান খান ও হৃতিক রোশন

এবার পর্দায় এক হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন। ‘টাইগার’-‘কৃশ’ হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন।

তবে বড় পর্দা নয়। শীর্ষস্থানীয় এক সংস্থার বড় বাজেটের বিজ্ঞাপনী চিত্রে। পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’র মতো ব্লকবাস্টার সিনেমা রয়েছে।

যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপন বলে কোন কার্পণ্য করা হচ্ছে না। অ্যাকশনে মোড়া থাকবে এর প্রতি মুহূর্ত। সেই জন্যই এই দুই তারকাকে বাছা হয়েছে এবং একই সঙ্গে এটি দুই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে।

এই বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন পর আবারও সালমান ও আলি আব্বাস জাফর জুটি বাঁধতে চলেছেন। একই ভাবে পরিচালক প্রথমবারের মতো হৃতিককে পরিচালনা করতে চলেছেন।

জানা গেছে, শিগগিরই শুটিং শুরু হবে বিজ্ঞাপনটির। মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যধারণ। বিশেষ মুহূর্ত তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্স-এর মাধ্যমে নাকি জুড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।